Breaking News
  • পাড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ২০১৬-২০১৭অর্থ বছরের সভা
  • ফের জাপার চেয়ারম্যান এরশাদ, হাওলাদার মহাসচিব
  • বর্ষসেরা তরুণ বিজ্ঞানী বাংলাদেশি ড. মনির মনিরুজ্জামান৷
  • জাপার জন্ম গণতন্ত্র প্রতিষ্ঠায় !
  • চালু হচ্ছে ই-ফাইলিং! আর ধুলো জমবে না সরকারি ফাইলে

অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি পুন:গঠিত

নিউজবাংলা: ০৮ এপ্রিল,  শুক্রবার:

ঢাকা: অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি’র কার্যক্রমকে আরও গতিশিল এবং অনলাইন গণমাধ্যমে কর্মরতদের অধিকার বাস্তবায়নের লক্ষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পুন:গঠিত হয়েছে ।

নতুন কমিটির কর্মকর্তাবৃন্দরা হলেন সভাপতি শেখ ফয়েজ আহমেদ(ফার্স্টবিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম),সহ-সভাপতি আলহাজ্ব কবির আহমেদ লিনজু (আরএমজিবিডি২৪ ডটকম), আছাদুজ্জামান(হটনিউজ২৪ বিডিডটকম) মো: শামসুদ্দীন মোল্লা (ফরিদপুর এক্সপ্রেস ডটকম), সাধারণ সম্পাদক মামুন অর রশিদ (লীড নিউজ ২৪ডটকম) , যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী হাজারী (সিসিটিভিনিউজডটকম),সহ-সাধারণ সম্পাদক মো: মারজান (বাংলা বাজার নিউজ ডটকম )সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ(ব্রড কাস্টিং নিউজ করপোরেশন ডটকম), সাংগঠনিক সম্পাদক মেহেদি পারভেজ চন্দন (জাগরণ ২৪ডটকম) ,সহ-সাংগঠনিক সম্পাদক মামুন -অর-রশিদ (আপডেট নিউজবিডি২৪ ডটকম) ও আবুল কাশেম মিয়া (নিউজবাংলা ২১ ডটকম), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড.মো: দোলেয়ার হোসেন(পিপলস ওয়াচ২৪ ডটকম) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাখাওয়াত হোসেন (ফার্স্টবিডি নিউজ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রহিম রেজা (বাংলানিউজ ২৪ডটকম), সমাজ কল্যাণ সম্পাদক মো: হানিফ শেখ (লীডনিউজ২৪ডটকম),অর্থ সম্পাদক শহিদুল্লাহ নজীর মাসুদ (আরএমজিবিডি বিডি নিউজ২৪ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক (আসিফুর রহমান ফাহিম আওয়ারর্স বিডি ডটকম) ।
নির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে এরফান বিপ্লব (সিএনএস২৪নিউজ ডটকম), জগলুল মেহদী (লীড নিউজ),আমিনুল শাহীন (ডেইলি আজকের বরিশাল ডটকম) ও একে বিজয়(নিউজবাংলা ২১ ডটকম) ।
এ ছাড়া ২ বছর মেয়াদের জন্য উপদেষ্টা মনোনীত হয়েছেন সাংবাদিক এইচ এম সিরাজ , সাংবাদিক মাহবুব উদ্দিন চৌধুরী ও সাংবাদিক সুভাষ সাহা ।

 

নিউজবাংলা/ একে        

Share This:

Comments

comments

Next: তনু হত্যার বিচার দাবিতে হরতালের ডাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*