অলিম্পিকের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তীরন্দাজ নড়াইলের শ্যামলী রিও

নিউজবাংলা: ৮ আগষ্ট , সোমবার:

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের মেয়ে শ্যামলী রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ব্রাজিলের রিওতে বাংলাদেশের প্রমীলা তীরন্দাজ শ্যামলী রায়  ব্রাজিলের রিও অলিম্পিকসের আর্চারি বিভাগের র‌্যাঙ্কিং -এ এগারো জনকে পেছনে ফেলে ৫৩তম অবস্থান নিশ্চিত করেছেন।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে মেয়েদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতায নামতে হয শ্যামলী রাযকে। সেখানে ৫৩ অবস্থানে থাকা শ্যামলীর স্কোর ৬০০।এই পর্বের নাম র‌্যাঙ্কিং রাউন্ড। এখানে র‌্যাংকিং-এ থাকা ৬৪ জনের মধ্য থেকে কোয়ালিফাই হবেন ৩২ জন। আর বুধবার ‘রাউন্ড অব থার্টি টু’ অর্থাৎ বত্রিশে ওঠার লক্ষ্যে এলিমিনেশনস রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্যামলী।সেরা বত্রিশ জনকে নিযে আবার প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে ১৬ জনকে। সেই ষোলো জনকে নিয়ে শুর হবে কোয়ার্টার ফাইনাল। আর্চারির র‌্যাঙ্কিং–এ শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার চোই মি সান। এবারই প্রথমবার অলিম্পিকে খেলতে গেলেন শ্যামলী। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নির্বাচিত হয়ে ছিলেন তিনি। নড়াইলের মেয়ে শ্যামলী রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ব্রাজিলের রিওতে এবারের অলিম্পিকের আসরে অংশ নিচ্ছেন ২০৬টি দেশের ১১ হাজারের বেশি ক্রীড়া বিদ। এর মধ্যে গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন ক্রীয়াবিদ।

নিউজবাংলা/ একে    

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*