Breaking News
  • ডিবি পরিচয়ে তুলে নেয়া ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
  • জামালপুরে হিযবুত তাওহীদের ৪ সদস্য আটক
  • বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
  • বাগেরহটে শিশু ও বিএনপি নেত্রীসহ গ্রেপ্তার ২৩
  • বাংলাদেশে উচ্চ মাত্রার সতর্কতা চর্চা করা উচিৎ: অস্ট্রেলিয়া

উপ-নির্বাচন চলছে নাটোরে দুই উপজেলায়

নিউজবাংলা: ১০ নভেম্বর, মঙ্গলবার:

 নাটোর: সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে ওই শূন্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে এক প্লাটুন বিজিবিসহ ৪শ পুলিশ ও ১৪১৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব ২০টি বিশেষ টিম দায়িত্ব পালন করবে। মোট ২ লাখ ৫৮ হাজার ৪৭৩ জন ভোটারের এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগ সমর্থিত শফিকুল ইসলাম শফিক, বিএনপির ফয়েজুন নেছা, ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান ও ইসলামী আন্দোলনের আজিজুর রহমান। গত ২৩ আগস্ট এ উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ মৃত্যু বরণ করলে পদটি শূন্য হয়।
অপরদিকে, গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লার মৃত্যুর ৮৮ দিনের মাথায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে ওই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ১৪ আগস্ট মৃত্যুবরণ করলে ওই পদটি শূন্য হয়।
উপ-নির্বাচনে বিএনপি মনোনিত যুবদল নেতা মোহাম্মদ আলী (টিয়া পাখি), পৌর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা (টিউবওয়েল), উপজেলা যুবলীগ সভাপতি আলাল শেখ (চশমা), শ্রমিকলীগ সম্পাদক এসএম নজরুল ইসলাম (তালা) ও আওয়ামী লীগ কর্মী হাফিজুল ইসলাম ভিখারী (উড়োজাহাজ) প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নে মোট ৬৪টি ভোটকেন্দ্রের ৪০৫টি বুথে ১ লাখ ৪৯ হাজার ৩৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪০৫ জন ও ৮১০ জন পোলিং অফিসার ভোটকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বস্তরের সদস্য মাঠে থাকবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বাংলাদেশ টানা পঞ্চম ওডিআই সিরিজ জিতলো
Next: খালেদা জিয়া ভাঙচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*