Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিউজবাংলা: ০৩ এপ্রিল,  রোববার:

ঢাকা: আজ রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দেখতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গেছেন।

 

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। গত বছরের চেয়ে তা ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী।

ঘোষিত সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ  জানিয়েছেন, এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। এরপর দিতে হবে সৃজনশীল অংশের উত্তর।

দুই অংশের মাঝে সাধারণ বিষয়ের জন্য ১০ মিনিট ও বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। এত দিন এমসিকিউ অংশ পরে হতো।

 

নিউজবাংলা/ একে        

Share This:

Comments

comments

Next: পদ ছাড়লেন মির্জা ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*