নিউজবাংলা: ২৮ অক্টোবর, বুধবার:
ঢাকা: সিনে পর্দায় নয়, বা কোনো ছবির প্রচারণার কৌশলও নয় গোটা একদিন কুলি হয়ে কাটালেন বলিউডের প্রভাবশালী অভিনেত্রী বিদ্যা বালান। রিয়েলিটি শো ‘মিশন স্বাপ্নে’তে অংশ নেয়ার জন্য রাজস্থানের প্রথম নারী কুলি ‘মঞ্জু’ হয়ে একদিন কাটালেন।
বিলাসবহুল জীবন ছেড়ে একদিন কুলির জীবন কাটাতে কেমন লেগেছে বিদ্যার?
বিদ্যা জানালেন, ‘আমরা তারকারা বেশির ভাগ সময় ভুলে যাই সাধারণ মানুষের জীবনে কতটা লড়াই থাকে। মঞ্জুর কাজ করতে গিয়ে সেটাই আমি নতুন করে উপলব্ধি করলাম। মঞ্জুর কাজটা মোটেও সহজ নয়। মেয়েরাও যে কুলি হতে পারে, এই পুরুষতান্ত্রিক সমাজে কয়জন সেটা ভাবতে পারেন?’
অবতারে তাঁকে দেখেছেন ভক্তরা! ভিখিরি থেকে শুরু করে জ্যোতিষী— প্রায় কোনও কিছুই সাজতে বাকি রাখেননি বিদ্যা বালন!
‘মিশন স্বাপ্নে’ শো-তে তারকারা একদিনের জন্য সাধারণ মানুষের জীবন কাটান। তাঁদের পেশা বেছে নেন। যা উপার্জন হয়, তা দিয়ে সাহায্য করেন সেই মানুষটিকে। সেই শো-তে যোগ দিয়েই বিদ্যা পা রাখতে চাইলেন রাজস্থানের প্রথম মহিলা কুলি মঞ্জুর জুতোয়। আর মঞ্জুর জীবন কাটাতে গিয়েই চোখ খুলে গেল নায়িকার।
বিদ্যাও ওই অর্থ মঞ্জুকে দেবেন বলে জানালেন। যেনো মঞ্জুর ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে সেই চেষ্টাও করবেন তিনি।
নিউজবাংলা/একে