Breaking News
  • নৌবাহিনীর বাৎসরিক ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’ এর সচেতনতা বিষয়ক মহড়া
  • সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার
  • দেশে ‘আটক’ সাড়ে ৫শ নেতাকর্মী, ৭ দিনে চট্টগ্রামে ৭০০
  • কাউখালী অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
  • অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ক্ষতির টাকা ঋণ হিসেবে চাইলেন

কানাডার নতুন মন্ত্রীসভার অভিবাসীরা

নিউজবাংলা: ০৬ নভেম্বর, শুক্রবার:

ঢাকা: জাস্টিন ট্রুডোর মন্ত্রীসভায় পাঁচ উপমহাদেশীয় অভিবাসী নাগরিক জায়গা পেয়েছেন। চার ভারতীয় সহ একজন আফগান নাগরিক আছেন এই তালিকায়। কানাডার সেনাবাহিনীর পদকপ্রাপ্ত কর্মকর্তা হারজিত সিং সাজ্জান পেয়েছেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পাঞ্জাবে জন্মগ্রহণ করা এই শিখ পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডায় অভিবাসী হিসেবে এসেছিলেন। দক্ষিণ ভ্যানকুভার থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ভারত থেকে ১৯৮১ সালে স্থায়ী ভাবে কানাডায় অভিবাসন করা অমরজিত সোহি পেয়েছেন অবকাঠামো ও সম্প্রদায় মন্ত্রণালয়ের দায়িত্ব। যে এডমন্টন সিটি থেকে নির্বাচিত হয়েছিলেন সেখানে ট্রানজিট সিস্টেমে তিনি বাস ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি। পাঞ্জাব থেকে আসা পরিবারের আরেক অভিবাসী মা বাবার সন্তান নাভদ্বীপ বেইন্স পেয়েছেন উদ্ভাবন, বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। ওন্টারিওর মিসিসাউগা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। আরেক ভারতীয় বারদিশ চাগার পেয়েছেন ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন মন্ত্রণালয়। ওয়াটারলু থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

ট্রুডোর মন্ত্রী সভায় জায়গা পেয়েছেন আফগান বংশোদ্ভূত মারিয়াম মোনসেফ। গণতান্ত্রিক প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মোনসেফ আফগানিস্তানের হেরাতে জন্ম নিয়েছিলেন। শৈশবে আফগান-ইরান সীমান্তে রহস্যজনক ক্রসফায়ারে পিতাকে হারিয়ে ছিলেন তিনি। এরপর তার মা তিন মেয়ে সহ কানাডায় চলে আসেন। তিনি পিটারবোরো-কোয়ার্থা থেকে নির্বাচিত হয়েছেন।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Next: রাণীনগর ও আত্রাইয়ে কয়েন মুদ্রা নিয়ে বিপাকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*