খালেদার দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ অক্টোবর
Posted by: নিউজ ডেস্ক in আইন-আদালত, বিশেষ, রাজনীতি 11 Views
নিউজবাংলা: ২১ অক্টোবর, বুধবার:
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য এই দিন ধার্য করেন।
খালেদা জিয়া লন্ডনে থাকায় তার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ আদালতে হাজিরা প্রদান করেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক।
নিউজবাংলা/একে
২০১৫-১০-২১
-
tweet
-
-
-
-
-