Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

গাইবান্ধায় নির্মাণে বাঁশ ব্যবহার, উপ-প্রকৌশলী ও ঠিকাদার আটক

নিউজবাংলা: ১৪ এপ্রিল,  বৃহস্পতিবার:

গাইবান্ধা প্রতিনিধি: সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন টয়লেটে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ (৩৮) ও ঠিকানা বদলাগাড়ী গ্রামের আব্দুল খালেককে (৪২) বুধবার সন্ধ্যায় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, আটক প্রকৌশলী ও ঠিকাদারকে দুদক কর্মকর্তারা আটকের পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠালে আদালতের বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে টয়লেট নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশের চিকন কঞ্চি ব্যবহার করেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা অবগত হলে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ পায়। এ ঘটনায় রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে নির্মাণাধীন টয়লেটে রডের পরিবের্ত বাঁশ ও বেঞ্চের পুরাতন ফ্রেমের রড দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

নিউজবাংলা/ একে        

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*