Breaking News
  • বরগুনার বামনায় ফেইজবুক খুলে সরকার বিরোধী অপ-প্রচার করার দায়ে গ্রেফতার-১
  • বরগুনার তালতলীতে দেবরের দায়ের কোপে গৃহবধূ খুন
  • ভুয়া ও ভেজাল কসমেটিকস উৎপাদনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা
  • ঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার
  • কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মতবিনিময়

জানেন কি এক জীবনে কত টাকার সিগারেট খরচ হয়?

নিউজবাংলা: ০৩ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা: আপনি কি ধূমপান করেন? অনেকদিন ধরে করছেন? আপনার প্রিয়জনরা অনেকদিন ধরে মানা করছেন? বলছেন, ‘প্লিজ আর খেয়ো না। অনেক তো হল।’এসব শুনে আপনারও কি কখনো কখনো মনে হয়েছে, না অনেক হল। এবার সত্যিই ছাড়া দরকার এই সিগারেট। কিন্তু আপনি ভাবলেই হবে, সিগারেট আপনাকে ছাড়তে দিলে তো! কয়েকদিন বাপের বাড়ি যাওয়ার মতো করে গিয়ে, আবার উঠে পড়েছে আপনার ঠোঁটের ডগায়।অনেক বিরহ সয়ে আপনিও বুক ভরে তার গরম ওমের স্পর্শ নিচ্ছেন? সত্যিই কি সিগারেট ছাড়তে চান? তাহলে এবার সিদ্ধান্তটা নিয়েই ফেলুন। এ বিষয়ে আপনাকে হেল্প করবে টাকা।কথায় বলে, ‘সবার ওপর টাকা।’ টাকা দিয়েই ভাবুন। আপনি ঠিক ছাড়তে পারবেন, এতদিনের ক্ষতিকারক সঙ্গীকে। কেমন হিসেব করবেন?ধরে নিন, আপনি প্রতিদিন এক প্যাকেট সিগারেট খান। তার দাম ধরুন ৫০ টাকার মতো। তাহলে আপনার মাসে খরচ হয়, ১৫০০ টাকা তাহলে আপনার বছরে শুধু সিগারেটের জন্য খরচ হয় ১৮,০০০ টাকা।তার মানে ১০ বছরে আপনার খরচ, ১,৮০,০০০ হাজার টাকা। ধরে নিন আপনি ৭০ বছর বয়স পর্যন্ত বাঁচলেন। আর এই সিগারেট খাওয়া আপনি ধরে ছিলেন ২০ বছর বয়সে।তাহলে জীবনের ৫০ বছর শুধু সিগারেট খেয়ে আপনি খরচ করলেন, ৯,০০০০০ টাকা!ক্ষতিকর, বুক জ্বালানো, ধোঁয়ার জন্য খরচ ৯,০০০০০ টাকা! একটু বেশি হয়ে গেল না? এবার আপনার কত সিগারেট খাওয়া হয় প্রতিদিন, সেই হিসেবে মোট খরচের হিসেব ধরুন। এরপর নিজেই ভাবুন। ভাল করে ভেবে সিদ্ধান্তটা এবার নিয়েই ফেলুন। পারবেন। আপনি, ঠিকই পারবেন

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*