Breaking News
  • নৌবাহিনীর বাৎসরিক ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’ এর সচেতনতা বিষয়ক মহড়া
  • সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার
  • দেশে ‘আটক’ সাড়ে ৫শ নেতাকর্মী, ৭ দিনে চট্টগ্রামে ৭০০
  • কাউখালী অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
  • অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ক্ষতির টাকা ঋণ হিসেবে চাইলেন

দীপনের বাবাকে হত্যার হুমকি

নিউজবাংলা: ০৪ নভেম্বর, বুধবার:

ঢাকা: দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বুধবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেয়ার সময় তাকে হুমকি দেয়া হয়।

দীপনের বাবা জানান, বুধবার সকালে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তার মোবাইলে একটি কল আসে। ছেলের হত্যা নিয়ে তিনি যেন বাড়াবাড়ি না করেন, করলে তার পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেয়া হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা সংস্থা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন। তার লাশ রোববার ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: জেনে নিন, মেয়েদের সেক্সের নিরাপদ সময় সম্পর্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*