Breaking News
  • টাঙ্গাইলে আন্তঃ জেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের হাওয়া: সম্ভাব্য মেয়র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এলাকা
  • রাজশাহীর মোহনপুরে আ’লীগের দুই গ্রুপের উত্তেজনা: ১৪৪ ধারা জারি
  • রাজশাহীর দূর্গাপুরে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু
  • ৫ লাখে প্রশ্ন ফাঁস

নন-এমপিওভূক্ত শিক্ষকরা আমরণ অনশনে

নিউজবাংলা: ৩০ অক্টোবর, শুক্রবার:

ঢাকা: ফেডারেশনের উদ্যোগে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ।

শুক্রবার বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে তারা এ অনশন শুরু করেন।

অনশনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী ১০-১৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করে আসছে। কিন্তু এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, অর্থবরাদ্দ না থাকার অজুহাত দেখিয়ে সরকার স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করছে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। তিনি বারবার আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি। আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি জানাতে পারেননি তিনি।

এদিকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে ২৬ অক্টোবর থেকে তিন দফা দাবিতে শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

তাদের দাবিগুলো হলো- স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, যোগদানের তারিখ থেকে বয়স গণনা ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি বন্ধ।

নিউজবাংলা/একে

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*