Breaking News

ন্যায় বিচার পেয়েছি, জনগণের মাঝে গিয়ে কাজ করতে চাই : কাদের সিদ্দিকী

নিউজবাংলা: ২১ অক্টোবর, বুধবার:

নিউজবাংলা ডেস্ক: টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর তিনি সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি আইনের শাসনে বিশ্বাসী, উচ্চ আদালতে এসে আমি ন্যায় বিচার পেয়েছি।’

বুধবার উচ্চ আদালতে আদেশের পর আদালতের অ্যানেক্স ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি জনগণের কাছে যেতে চাই। জনগণের মাঝে গিয়ে আমি কাজ করতে চাই।’

এদিকে এ আদেশের পর নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেছেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করবো।’

এদিকে আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন। এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এরপর গত ১৬ অক্টোবর এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।গত রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

 

নিউজবাংলা/একে

 

Next: পূজা মন্ডপ পরিদর্শনে সরকার ফারহানা আখতার সুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*