32154

পবিত্র আশুরা ১২ অক্টোবর

নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:

নিউজবাংলা ডেক্স:

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরি সনের প্রথম মাস মহররম। এ হিসেবে আগামী ১০ মুহররম অর্থাৎ ১২ অক্টোবর পালিত হবে পবিত্র আশুরা।

দেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন।

প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (প্রশা.) মো. জাহাঙ্গীর আলম, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ- পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।

১০ মহররম অনেকগুলো ঘটনার কারণে ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ। এই দিন মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এদিন কেয়ামত হবে। এর বাইরে এদিন হজরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন, হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান। প্রায় এক হাজার ৩৩৪ বছর আগে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন এই দিনে। এ রকম অসংখ্য ঘটনায় তাৎপর্যমণ্ডিত এ দিনটি। এদিন মুসলমানরা রোজা রাখেন এবং বিভিন্ন ইবাদত বন্দেগিতে কাটান। এছাড়া ১০ মহররম সরকারি ছুটি থাকে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*