বাড়ি থেকে ওজু করে মসজিদে যাওয়ার ফজিলত

নিউজবাংলা: ২৫ অক্টোবর, রবিবার:

আমাদের সমাজে অনেক মুসলমানকে দেখা যায়, যারা মসজিদে গিয়ে ওজু করে নামাজ আদায় করে থাকেন। তবে মসজিদে গিয়ে ওজু করা আর বাড়ি থেকে ওজু করে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্যে আকাশ পাতাল প্রার্থক্য রয়েছে। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর হাদিস পড়লে প্রার্থক্যটুকু আমরা সহজেই নিরুপন করতে পারি। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বাড়ি থেকে অজু করে আল্লাহর কোনো ঘরের দিকে এই উদ্দেশ্যে যাত্রা করে যে, আল্লাহর নির্ধারিত কোনো ফরয ইবাদত (নামাজ) আদায় করবে, তাহলে তার কৃত প্রতিটি দুই পদক্ষেপের মধ্যে একটিতে একটি করে গুনাহ মিটাবে এবং অপরটিতে একটি করে মর্যাদা উন্নত করবে।” [মুসলিম ৬৬৬, ইবন মাজাহ ৭৭৪]

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Next: যে কারণে মাশরাফির বাড়ির ছাদে বসল চাঁদের হাট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*