বিএসএফ’র হাত থেকে মুক্ত হলো ছয় বাংলাদেশী

নিউজবাংলা: ০৪ নভেম্বর, বুধবার:

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ছয় বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাদেরকে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল। বর্তমানে তাদের নদী পাড় করে নিয়ে আসা হয়েছে। বিকেলের মধ্যেই তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশের দায়ে ছয় বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্যাম্পের সদস্যরা তাদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং তাদের ফেরত আনার জন্য তৎপড়তা শুরু করে। পরে মঙ্গলবার পতকা বৈঠকের মাধ্যেমে তাদের ফেরত আনা হয়।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*