Breaking News
  • রাণীনগরে বেদেনা চাষের উজ্জল সম্ভাবনা: পৃষ্ঠপোষকতার অভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভেস্তে যাওয়ার আশংকা
  • বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, প্রতিরোধ আলোচনা সভা
  • আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • রাণীশংকৈল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত
  • ঝিনাইদহে পল্লী সমাজের উদ্যোগে জন্ম নিবন্ধনের উপর ক্যাম্পেইন ও মানববন্ধন

বিছানার দৃশ্য করতে পারব না : মিমি

নিউজবাংলা: ১৫ জুন, বুধবার:

ঢাকা : বর্তমান সময়ের টালি জগতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে দুই বাংলার দর্শকদের হৃদয়ে ঠাই করে নেন মিমি চক্রবর্তী।

 

অভিনয়ের শুরুতে তার খুবই পরিশ্রম করতে হয়েছে। এক সময় পরিবারও তার ওপর রেগে ছিল। এ রকম নানা বাধা বিপত্তি পেরিয়ে আজ এই অবস্থানে এসেছেন মিমি। সম্প্রতি এসব বিষয় নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

আপনাকে বর্তমানে বাণিজ্যিক সিনেমায় বেশি দেখা যাচ্ছে, কিন্তু কেন? এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘ভালো সিনেমা আমাকে টাকা দেয় না। টাকা দেয় এই বাণিজ্যিক সিনেমাগুলো। ‘গানের ওপারে’র পর স্টার জলসার সঙ্গে নতুন করে চুক্তি করিনি। জেদ করে প্রতিজ্ঞা করেছিলাম বাবার কাছ থেকে আর এক পয়সাও নেব না। এদিকে এটিএমে কার্ড সোয়াইপ করে দেখি, মাত্র ৮ শত টাকা আছে। সেই স্ট্রাগলটা মনে আছে। কমার্শিয়াল সিনেমায় যখন একটা গান হিট হয় তখন স্টেজ শোর অফার পাই। ওখান থেকে টাকা আসে।’

তিনি আরো বলেন, ‘বাণিজ্যিক সিনেমা বাদেও ভালো সিনেমায় অভিনয় করেছি। যেমন- ‘খাদ’, ‘প্রলয়’। এখনো অনেক সিনেমার অফার আসছে। কিন্তু এসব ফিল্মে এমন কিছু জিনিস রয়েছে যা করতে পারব না।’

এ সব বিষয়গুলো কী? এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘যেমন- বিছানার দৃশ্য করতে পারব না। অন্তরঙ্গ দৃশ্য করতে পারব না। এ সব বিষয়ে কোথায় গিয়ে যেন আটকে যাই। জানি না, হয়তো পরে কেটে যাবে। কিন্তু আপাতত এগুলো আমার ‘না’ এর তালিকায় রয়েছে।’

মিমি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রটিতে মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তীর পুত্র অর্জুন চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝেনা’  চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন, সোহম চক্রবর্তী। এ ছাড়াও রয়েছে- ‘প্রলয়’, ‘বাঙালী বাবু ইংলিশ মেম’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’ প্রভৃতি।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*