বিদেশি নাগরিক হত্যা করে দেশে ভাবমূর্তি নষ্ট করা যাবে না

নিউজবাংলা: ১৮ অক্টোবর, রবিবার:
গাজীপুর: যারা নির্বাচন ঠেকানোর আন্দোলন করে ব্যর্থ হয়েছে তারাই সম্প্রতি দুই বিদেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে এভাবে দুই একজন বিদেশি নাগরিক হত্যা করে দেশে ভাবমূর্তি নষ্ট করা যাবে না বলেও মনে করেন মন্ত্রী।

শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দুজন বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছোট করার চেষ্টা করে ছিল। এতে তারা সফল হবে না। সে দিন আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে কারা কী কারণে দুই বিদেশি হত্যা করেছিল।

তোফায়েল বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রীর দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়া। আমাদের রপ্তানি ভালো, রেমিট্যান্স ভালো, রিজার্ভ ভালো। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবকিছুতেই এগিয়ে

নিউজবাংলা/একে

Previous: র্যাম্পে দিপীকার মাস্তানি!
Next: লুকা জিদানের বাবার সঙ্গে তুলনা মোটেই পছন্দ নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*