Breaking News
  • কৃষিজমির যৌক্তিক ব্যবহারে আইন চূড়ান্ত
  • কিরণমালা ধংস করে দিল ১৬টি পরিবার !
  • ‘কোরাম সংকটে সাড়ে ৩২ কোটি টাকা অপচয়’
  • দলীয়ভাবে স্থানীয় নির্বাচন আমরা আরেকবার প্রতারিত হতে চলেছি: বদিউল আলম
  • স্ত্রীকে ২,৭০০ জনের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত করালেন স্বামী

বিদেশি শ্রমিকরা ৫ নভেম্বরের মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা

নিউজবাংলা: ২৩ অক্টোবর, শুক্রবার:

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত স্পেনের ৪৩  নাগরিককে ৫ নভেম্বরের মধ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না এলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান প্রতিমন্ত্রী।

সম্প্রতি ঢাকায় ইতালি এবং রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কর্মরত শ্রমিকরা অনেকেই তাদের দেশে চলে যান। জাপানি দাতা সংস্থা জাইকা তাদের ৫০ জন স্বেচ্ছাসেবীকে এক মাসের জন্য দেশে ফিরিয়ে নেয়।

এদিকে, সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, বিদেশি নাগরিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও বাংলাদেশে ঘটেনি বলেও দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে বিদেশি শ্রমিকদের কাজে ফেরাতে সবশেষ সরকার সতর্কবার্তা দিলো।

 

 

নিউজবাংলা/একে

Share This:

Previous: সৈয়দ মহসিন আলীর চেহলাম শনিবার
Next: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*