Breaking News
  • নড়াইলে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটের কারাদন্ড
  • মায়ের প্রতিশ্রুতি রক্ষার্থে বাংলাদেশ সফরে ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর জেষ্ঠ্য পুত্র সংসদ সদস্য অভিজিৎ মুখার্জী
  • এপিবিএন এর ভেজাল বিরোধী অভিযান: রাজধানীর কাপ্তানবাজার এলাকায় নয়টি প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
  • মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান…..ইসরাফিল আলম এমপি
  • ঢাকায় খিলগাঁও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শরিফুল ইসলাম ওরফে মুকুল রানাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিউজবাংলা: ১৯ জুন, রোববার:

ঢাকা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে আগামী ২২ জুন বুধবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।   ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। রেলওয়ের কর্মকর্তাগণ টিকেট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।

রেলওয়ে সূত্র জানায়, ১ জুলাই যাত্রার টিকেট ২২ জুন দুটি স্টেশন থেকে বিক্রি শুরু হবে। এছাড়া ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে।

এদিকে রেলওয়ে ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিটরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করবে।

রেলওয়ে সূত্র জানায়, ৮ জুলাই যাত্রার টিকেট ৪ জুলাই, ৯ জুলাই যাত্রার টিকেট ৫ জুলাই, ১০ ও ১১ জুলাই যাত্রার টিকেট ৭ জুলাই এবং ১২ জুলাই যাত্রার টিকেট ৮ জুলাই বিক্রি করা হবে।

উল্লেখ্য, একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*