যে উপায়ে অদৃশ্য মনিটর শুধু আপনিই দেখবেন!

নিউজবাংলা: ২৮ ফেব্রুয়ারি, রোববার:

ঢাকা: অদৃশ্য মনিটর। শুধু আপনিই দেখতে পাচ্ছেন। আর কেউ দেখতে পারছে না আপনি কী করছেন আপনার কম্পিউটারে। অথচ কম্পিউটার সকলের সামনেই খোলা। এরকমও হয় নাকি! আজ্ঞে… প্রযুক্তির এই দুনিয়ায় সবই সম্ভব।

আপনি সকলের সামনেই নিজের কম্পিউঠার খুলে কাজ করবেন। অথচ মনিটরে কী চলছে, কেউ দেখতে পাচ্ছেন না। কী ভাবে? দেখে নেওয়া যাক। প্রথমে LCD মনিটরের ডিসপ্লের উপর থাকা কেসিন খুলে ফেলতে হবে। এরপর ডিসপ্লের উপর থাকা পোলারাইজেশন ফিল্টার তুলে দিন।

পোলারাইজেশন ফিল্টার আপনার মনিটর ডিসপ্লের ঠিক উপরে থাকে। পোলারাইজেশন ফিল্টার তুলে দিলে আপনি আর খালিচোখে মনিটরে কাজ করতে পারবেন না। মনিটরটি উজ্জ্বল সাদা দেখাবে। এবার পোলারাইজড সানগ্লাস (মনে রাখবেন সব সানগ্লাস পোলারাইজড হয় না) পরে কম্পিউটারে বসে পড়ুন।

দেখবেন, সব কিছুই আগের মতোই দেখা যাচ্ছে। কিন্তু আপনার চারপাশে কেউই তা দেখতে পাচ্ছেন না। তাঁরা সবাই আপনার মনিটরকে উজ্জ্বল সাদা দেখছেন। বাড়িতে বিষয়টা পরীক্ষা করতে পারেন। সূত্র: এই সময়।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: টিকে থাকার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ
Next: অগ্নিকাণ্ডে কোনাবাড়ীতে দু’টি ঝুট গুদাম পুড়ে ছাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*