Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

রাবিতে গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউজবাংলা: ১৩ মার্চ, রোববার:

উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে ÔOpen Source Software in Library Management: Opportunities and Challenges in Library ServicesÕ শীর্ষক দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সেমিনারের সমন্বয়ক গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ড. মো. গোলাম মোস্তফা।

সেমিনারের প্রথম টেকনিক্যাল সেশনে ৬টি ও দ্বিতীয় টেকনিক্যাল সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে ও দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে বাংলাদেশ ও ভারত থেকে প্রায় ১০০ জন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পেশাজীবী, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Next: বিশ্বনাথে ওসিসহ চার পুলিশ পুরস্কৃত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*