রাবিতে ফিশারিজ সমিতির অবস্থান ধর্মঘট

নিউজবাংলা: ১৫ মার্চ, মঙ্গলবার:

উজ্জ্বল হোসেন ,রাবি প্রতিনিধি:

৩৭তম বিসিএসে উপ-সহকারী পরিচালক (মৎস্য) পদে মৎস্য বিজ্ঞান বিষয়ে অনার্স ছাড়াও প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থান ধর্মঘট পালন করেছে ফিশারিজ সমিতি।

সোমবার দুপুর ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করে।

অবস্থান ধর্মঘটে ফিশারিজ বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজ শাতিলের সঞ্চালনায় বক্তব্য দেন, রাবি ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, রাবেয়া বিনতে, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ। ধর্মঘটে বক্তরা ৩৭তম বিসিএস পরীক্ষার আগে নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে পূর্বের আইন বহাল রাখার তীব্র দাবি জানান।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট থিন কিয়াও
Next: অসদাচরণের জন্য কস্তার জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*