সৈয়দপুরে পবিত্র আশুরা পালনে ব্যাপক প্রস্তুতি

নিউজবাংলা: ২৪ অক্টোবর, শনিবার:

নাহিদ হাসান (নীলফামারী প্রতিনিধি) :

ধর্মীয় নানা আয়োজনে অবাঙ্গালি অধ্যুুষিত নীলফামারীর সৈয়দপুর শহরে পবিত্র আশুরা
পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার থেকে এই আয়োজন চলবে আগামীকাল শনিবার আশুরার দিন পর্যন্ত। পবিত্র আশুরার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে হযরত ইমাম হোসেইন (রা.) এর দুলদুল ঘোড়ার সজ্জিত প্রতিকী দুলদুল ঘোড়া (পাইক),
ইমাম বাড়ী গুলোতে নিশান উড়ানো, আলোকমালায় সজ্জিতকরণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, শরবত বিতরণ, ধর্মীয় শোভাযাত্রা, তাজিয়া মিছিল ও ঢোল এবং লাঠি খেলা।  সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: রাণীশংকৈলে প্রতিবন্ধি ধর্ষকের বিরুদ্ধে মামলা
Next: নগরকান্দায় নদী থেকে অবাধে বালু উত্তোলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*