Breaking News
  • টাঙ্গাইলে আন্তঃ জেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের হাওয়া: সম্ভাব্য মেয়র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এলাকা
  • রাজশাহীর মোহনপুরে আ’লীগের দুই গ্রুপের উত্তেজনা: ১৪৪ ধারা জারি
  • রাজশাহীর দূর্গাপুরে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু
  • ৫ লাখে প্রশ্ন ফাঁস

হবিগঞ্জ সদর হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু ॥

নিউজবাংলা: ২৮ অক্টোবর, বুধবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২দিনে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৫০ মানুষ। এর মাঝে সবচেয়ে শিশুদের সংখ্যাই বেশি। ২ দিনে শিশু ভর্তি হয়েছে ৭৯ জন। অন্যান্য রোগে ভর্তি হয়েছে আরও ৩২ জন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মহসিন করিম জনান, দিনে প্রচণ্ড গরম এবং রাতে ঠান্ডা। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে এসব রোগ দেখা দিচ্ছে।
শিশু ওয়ার্ডের দায়ীত্বরত নার্স সালমা আক্তার বলেন, এই হাসপাতালে চিকিৎসক এবং নার্স এর সংকট রয়েছে। তাই সেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে ২৫টি সিটের স্থলে মঙ্গলবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি ছিল মোট ৮৪ জন। এর মাঝে ৭৯ জন শুধু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের অধিকাংশকেই হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর স্বজনরা রীতিমতো পাগল হয়ে চিকিৎসক-নাস নিকট ছুটছেন।

নিউজবাংলা/একে

Share This:

Next: রাণীশংকৈলে অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*