নিউজবাংলা: ১৯ নভেম্বর, বৃহঃবার:
মো.ইমরান, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
মোরা অন্যর ছবি তুলি আর তাদের পছন্দ সই বিভিন্ন এ্যাঙ্গলে ছবি তুলে আয় করে থাকি। স্যার মোরা কুয়াকাটা ঘুরতে আসা মানুষের ছবি তুলে টাকা আয় করি, আর এ আয় দিয়ে চলে মোদের সংসার কথাটি অকপটে বললেন মো.রাজু।
রাজু পেশায় একজন ফটোগ্রাফার কুয়াকাটায় সমুদ্র পাড়ে ঘুরতে আসা পর্যটকদের ছবি তোলেন। শুধু রাজু নয় এ রকম প্রায় শ’ খানেক ফটোগ্রাফার রয়েছে কুয়াকাটায়। রয়েছে তাদের একটি কমিটি। প্রতি ৩ জ ছবি বিশ টাকা এবং ৪ জ ছবি পচিঁশ টাকা করে নেয়। কখন কখন দিনে পাচঁ শত থেকে এক হাজার টাকা আবার কখন দিনে বিশ থেকে চল্লিশ টাকা আয় হয়। তিন দিন ধরে মাত্র পঁয়তাল্লিশ টাকা আয় করেছি আজ এখন পর্যস্ত কোন আয় হয়নি এভাবে আমরা বেঁচে আছি বললেন, সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান। নিজেদের উদ্দ্যেগে হলুদ রঙ্গের গেঞ্জি কিনে ফটোগ্রাফারদের চেনার আলাদা উপায় বের করেছি। রয়েছে অত্যাধুনিক ক্যামেরা। এদের মধ্যে অনেকে বে-সরকারী সংস্থা থেকে লোন করে কিনেছে ক্যামেরা। মাথায় ঋনের বোঝা, কারো মাথা গোজার ঠাই থাকলেও অনেকের আবার তাও নেই বলে জানান। প্রতিদিন সূর্য উদয়ের পূর্বে থেকে সূর্যাস্থ পর্যন্ত তারা কাজ করেন।
কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক হামিম জানান, উন্নত মানের ক্যামেরা আমাদের সাথে না থাকলেও এখানকার ফটোগ্রাফারের কাছ থেকে কম টাকায় ভালমানের ছবি অল্প সময়ের মধ্যে আমরা পেয়েছি। ফটোগ্রাফার বশির জানান, মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা গ্রাহকের তোলা ছবি প্রিন্ট দিয়ে হাতে দিয়ে থাকি তার আগে লাগলে অতিরিক্ত চার্জ নিয়ে প্রিন্ট দেই।
নিউজবাংলা/একে
Comments
comments