Breaking News
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

অবশেষে বিয়ের ফুল ফুটল প্রীতির!

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: অবশেষে বিয়ের ফুল ফুটল প্রীতির। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলি নায়িকা প্রীতি জিন্তা।

 

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা? জানা গিয়েছে, প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। দিন কয়েক লিভ ইন করার পর নাকি গেনেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি।

পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন প্রীতি-গেন। বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবে গোটা বলিউ়ড।

এখন বলিউডে যেন বিয়ের ট্রেন্ড চলছে। সম্প্রতি বলি নায়িকা গীতা বসরাকে বিয়ে করেছেন ক্রিকেটার হরভজন সিংহ। আবার মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ।

বলি মহলের একাংশের প্রশ্ন, যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের কথাও তড়িঘড়ি ঘোষণা করলেন প্রীতি? এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। যদিও এ সব মন্তব্যে আপাতত কান দিতে চান না প্রীতি। হবু কনে এখন ব্যস্ত তাঁর বিয়ের প্রস্তুতিতে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: শরণার্থীদের ঠোঁট সেলাই করে প্রতিবাদ
Next: পুরুষদের ওজন কমানোর ৫ সহজ পদ্ধতি!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*