নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।
সমাপনী ভাষণে স্পিকার বলেন, জনগণ সর্বময় ক্ষমতার মালিক, আর সংসদ হচ্ছে সেই ক্ষমতার প্রতীক। তাই জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলা যায়। রাষ্ট্রের তিনটি স্তম্ভ হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। সে অনুযায়ী, সংসদ হচ্ছে রাষ্ট্রের আইনসভা। এখানে রাষ্ট্রের আইন প্রণয়ন হয়ে থাকে। সংবিধান প্রদত্ত দিকনির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করা হয়।
স্পিকার বলেন, দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে আজকের দিনসহ (সোমবার) মোট ১২টি কার্যদিবস অতিবাহিত হয়েছে। গত অধিবেশনের ১০টি এবং এই অধিবেশনের ১৭টিসহ মোট ২৭টি বিল পাওয়া গেছে। এর মধ্যে ১০টি বিল সংসদে পাস হয়েছে।
আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও অষ্টম অধিবেশনে কার্যপ্রণালির ৭১ বিধিতে ৪২১টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১৮টি নোটিশ গ্রহণ করা হয়েছে এবং আটটি নোটিশের ওপর আলোচনা হয়। এছাড়া ৭১ বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশ ছিল ১০৫টি।
এই অধিবেশনে প্রস্তাব (সাধারণ) ১৪৭ বিধিতে একটি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অষ্টম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১২৬টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে ৪৪টির উত্তর দিয়েছেন।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানে দুই হাজার ৫৯৫টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে এক হাজার ৭৪৯টির উত্তর দিয়েছেন মন্ত্রীরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বছরের ২৯ জানুয়ারি প্রথম অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দশম জাতীয় সংসদ। এরই মধ্যে দুটি বাজেট অধিবেশনসহ আটটি অধিবেশন শেষ হলো।
নিউজবাংলা/একে
Comments
comments