নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: স্মার্ট ফোনের জগতে অ্যাপল একটি অন্যতম নাম। অ্যালের ফোনগুলো মানেই বিলাসিতাও বটে। সম্প্রতি কিছুদিন আগে অ্যাপল নতুন দুটি স্মার্টফোন বের করে।
আর সেই স্মার্টফোনের নাম ৬-এস ও ৬-এস প্লাস । আর এ দুটি ফোন বাজারে আসার সাথে সাথেই ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। আইফোন ৬ হচ্ছে ৪.৭ ইঞ্চির ও ৬ প্লাস ৫.৫ ইঞ্চির। এরই ধারাবাহিকতায় নতুন বছরে আইফোন ৭ আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
ইতোমধ্যে আইফোন ৭ এ কি থাকছে তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের মত, নতুন ডিজাইনের সঙ্গে স্বাভাবিক হোম বাটনের পরিবর্তে থ্রিডি টাচ স্ক্রিন নিয়ে আসছে আইফোন ৭।
তবে এর ডিজাইন হবে আইফোন ৬ প্লাস ও ৬ থেকে সম্পূর্ণ আলাদা। এটির ব্যাটারির স্থায়িত্বও হবে দ্বিগুণ। থ্রিডি টাচ স্ক্রিনের আইফোন সেভেন হবে খুবই পাতলা। যাকে বলা যায় ‘সুপারথিন’। কবে নাগাদ নতুন স্মার্টফোনটি বাজারে আসবে তা জানা যায়নি।
নিউজবাংলা/একে
Comments
comments