নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
ঢাকা: ইসলামিক স্টেট(আইএস) দমনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে ফ্রান্সের আনা একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে প্যারিসে হামলার পর এ প্রস্তাব দেয় ফ্রান্স।
এদিকে প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। যেকোনো সময় আইএসের হামলার আশঙ্কায় আছে দেশটি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি আনে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।
ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলা হয়, ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দমনে প্রচেষ্টা দ্বিগুণ’করা দরকার।
এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক ও সিরিয়ায় গেঁড়ে বসা আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনকে সমূলে উৎপাটন করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়।
তবে এই প্রস্তাবনায় জাতিসংঘের ‘সপ্তম অধ্যায়’য়ের ব্যাপারে কিছু বলা হয়নি। কোনো ইস্যুতে এই অধ্যায় অন্তর্ভূক্ত করা হলে সেনাবাহিনী ব্যবহারে আইনানুগ আর কোনো বাধা থাকে না।
নিউজবাংলা/একে
Comments
comments