Breaking News
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী
  • ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আনন্দ মেলার নামে রাণীশংকৈলে স্কুল মাঠে নগ্ন নৃত্য

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

রাণীশংকৈল প্রতিনিধি ॥

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ৭ নভেম্বর হতে চলছে আনন্দ মেলা। স্কুল গামী শিক্ষাথীদের উপচেপড়া ভীড়, চলছে জুয়া আর নগ্ন নৃত্য প্রশাসন নীরব।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মহারাজা হাটের পার্শ্বে মহারাজা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়,চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে চলছে আনন্দ মেলা । মেলায় বিকাল ৪টা হতে শুরু হয়ে ১০ টা পর্যন্ত চলে ঝর্না ডিসকো হাউস, মৌসুমী ডিসকো হাইস, রজনী গন্ধা ডিসকো হাউস সহ ৬ টি ভ্যারাইটিস শো এসবের দর্শক হচ্ছে স্কুল গামী ছাত্র সহ উঠতি বয়সের যুবকরা। রাত ১১ টায় শুরু হয়ে রাত ভর চলে আদি রংমহল অপেরার নগ্ন নৃত্যের প্রতিযোগীতা। এছাড়াও মেলায় র‌্যাফেল ড্র’র নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সততা লটারী । স্থাণীয় কয়েক জন অবিভাভক বলেন চলছে পি এসসি ও এবতেদায়ী পরীক্ষা, সামনে এসএসসি পরীক্ষা ঘনিয়ে এসেছে তাই মেলা বন্ধ করা দরকার। এ প্রসঙ্গে মেলা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান যোতিষ চন্দ্র রায় বলেন ৭ নভেম্বর উদ্ভোধন হলে ও ১৫ নভেম্বর থেকে ১০ দিনের জন্য আমরা অনূমতি পেয়েছি । এ মেলাটি বিনোদনের জন্য আয়োজন করেছি তেমন কোন আয়ের উৎস নেই যা আয় হয় তা থানা পুলিকে দিতে হয়। স্কুল মাঠে মেলার আয়োজনের ব্যাপারে তিনি বলেন স্কুল ৩ টায় ছুটি হয় তার পর আমরা মেলার কার্যক্রম শুরু করি। থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম মেলায় নগ্ন নৃত্যের ব্যাপারে এ প্রতিনিধিকে বলেন, আসলে এ উপজেলায় কয়েক দিন ধরে ২ জন মন্ত্রী আসার কারণে ব্যাস্ত ছিলাম এ জন্য মেলার খোজ খবর নেওয়া হয়নি। আজ থেকে সামাজিক যাত্রা না চললে বিষয়টি কঠোর হস্তে দমন করা হবে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন মেলার ১০ দিনের অনূমতি দেওয়া হয়েছে তবে সেখানে যাত্রা, ভ্যারাইটিস শো, লটারী চলবেনা । স্কুল মাঠে বানিজ্যিক মেলার ব্যাপারে তিনি বলেন বিষয়টি আমি জানি না যদি চলে বিষয়টি আমি দেখছি।
সুধিমহলের প্রশ্ন যাত্রা, ভ্যারাইটিজ সোর অনুমতি না থাকলেও কোন অজ্ঞাত করনে র‌্যাফেল ড্র, ভ্যারাইটি সো. যাত্রার নামে নগ্ন নৃত্য চালানোর ক্ষমতা কোথা থেকে পায় তারা। ক্ষমতাধর কর্মকর্তাদের অনুমতি উপেক্ষা করে তারা সমাজ নষ্ট করছে এদের কি কাঠগড়ায় দাড় করানো আইনের আওতায় পড়েনা। নানা প্রশ্ন তুলে ধরলেন পরিবেশবিদগণ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভ থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলার কার্যক্রম ঝুঁকিপূর্ণ
Next: ‘ রাস্তা বিহীন সেতু’ দুভোর্গে বিশ্বনাথের শিক্ষার্থী ও এলাকাবাসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*