Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

আমিরকে সমর্থন জানালেন তসলিমা

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

ঢাকা: অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বিপদে পড়া আমির খানকে সহানুভূতি জানিয়ে অনেকেই টুইট করছেন, এ কাতারে শামিল হয়েছেন ভারতের রাজনীতিবিদরাও। আছেন আলোচিত তসলিমা নাসরিনও।

কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী আমির খানের পক্ষে টুইট বার্তায় বলেন, ‘মোদি ও কেন্দ্রের বিরুদ্ধে যারা প্রশ্ন তুলছেন, তাদের দেশদ্রোহী ও উদ্দেশ্যপ্রণোদিত বলা উচিত নয়। তার বদলে সমালোচকদের সঙ্গে কথা বলুক কেন্দ্র। বোঝার চেষ্টা করুক কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করছেন তারা। এ দেশে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়, গায়ের জোরে বা ভয় দেখিয়ে নয়।’

অসহিষ্ণুতা বিতর্কে আমির খানের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। টুইটে তিনি লিখেছেন, আমির খানের বলা প্রতিটি শব্দ ভীষণ সত্য। এভাবে মুখ খোলার জন্য আমির খানকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

আমির খান ইস্যুতে এবার টুইটে তোপ তসলিমা নাসরিনেরও। তার মতে, বিশ্বের সব জায়গাতেই অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়েছে। তবে আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য সবচেয়ে নিরাপদ ভারতই।

সিপিএম সাংসদ বৃন্দা কারাত বলেন, ‘শাহরুখ বা আমির খানরা যা বলছেন, তা মানুষের কথা। কিন্তু, উন্নাসিক সরকার সেই বক্তব্যে কান দিতে নারাজ।’

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মেসি-সুয়ারেজের জোড়া গোলে উড়ে গেল রোমা
Next: গর্ভনিরোধক ছাড়াও নিরাপদ সহবাস সম্ভব?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*