নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
ঢাকা: মিইয়ে যাওয়া আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর আশা এখনো টিকে রয়েছে আর্সেনালের। মঙ্গলবার ঘরের মাঠে গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো আর্সেন ওয়েঙ্গারের দল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ের নায়ক অ্যালেক্সিস সানচেজ। এই চিলিয়ান ফরোয়ার্ড জোড়া গোল করার পাশাপাশি মেসুত ওজিলের করা অপর এক গোলে অবদান রাখেন।
মঙ্গলবার ঘরের মাঠে প্রথম গোলের জন্য ২৯ মিনিট পযন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালকে। ২৯তম মিনিটে ডি বক্সের বাম প্রান্ত থেকে আলেক্সিস সানচেজের দারুণ এক ক্রসে ভেসে আসা বলে দারুণ এক হেডে গোল করে গানারদের এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।
৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস সানচেজ। নাচো মনরিলের পাস ডি বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে অতিথি দলের গোলরক্ষককে পরাস্ত করেন এই চিলিয়ান ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে আর্সেনালের জয় নিশ্চি করেন সানচেজ। জোয়েল ক্যামম্পবেলের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এই সাবেক বার্সেলোনা তারকা।
শেষ শোলর আশা টিকিয়ে রাখতে হলে মঙ্গলবার শুধু জয় পেলেই হতো না আর্সেনালের। সেই সঙ্গে অলিম্পিয়াকোসের বড় হারও কামনা করতে হতো গানারদের। সেই যাত্রায়ও সফল হয়েছে এমিরেটস স্টেডিয়ামের দলটি। মঙ্গলবার গ্রপের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে গ্রিক ক্লাবটি।
তবে শেষ ষোলর পর এখনো অনেক কঠিন আর্সেনালের জন্য। নকআউট পর্বের টিকেট পেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলিম্পিয়াকোসকে ২ গোলের ব্যবধানে হারাতে হবে গানারদের। নইলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে আর্সেন ওয়েঙ্গারের দলকে।
নিউজবাংলা/একে
Comments
comments