নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নুরুন্নাহার, আফিজ উদ্দীন, লিয়াকত আলী এবং মাহফুজুর রহমান, তার স্ত্রী ও মানিককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার সকালে উপজেলার প্রতাপপুর গ্রামে যুবলীগ নেতা বিপ্লব গ্রুপ ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ।
স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের টু-আইসি শাহিন জানান, পুর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে যুবলীগ নেতা বিপ্লব গ্রুপ ও তার শ্বশুর আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ সাবেক চরমপন্থি নেতা করম আলীর নেতৃত্বে প্রথমে যুবলীগ নেতা বিপ্লব গ্রুপের উপর হামলা চালানো হয়। এ ঘটনার পর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে আহত করার জের ধরে এই সংঘর্ষের সুত্রপাত। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments