নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৪৩ মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। কিন্তু আজোও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এখনও একটি ব্রেকিং নিউজের অপেক্ষায় ইলিয়াসের জন্মস্থান সিলেটের বিশ্বনাথবাসী।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানী ঢাকার বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর বিশ্বস্থ গাড়ি চালক আনসার আলী। ইলিয়াস আলীর সন্ধান দাবীতে আজ মঙ্গলবার বাদ আসর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়ামাহফিলের আয়োজন করা হয়েছে বলে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন জানান। নিখোঁজ হওয়ার দীর্ঘ দিন পেরিয়ে যাওয়ার পরও তাঁর কোন সন্ধান না পাওয়ায় ইলিয়াস আলীর নিজ জন্মভূমি সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীর মধ্যে বিরাজ করছে হতাশা। তবুও নিখোঁজ ইলিয়াস আলীর অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার, নিজ দলের নেতাকর্মীরা ও বিশ্বনাথের সর্বস্থরের মানুষ।
জানাযায়, ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হবার পর ইলিয়াস আলীর পরিবারের ভর করে দীর্ঘশ্বাসের কালোমেঘ। এখনো থামেনি মায়ের চোখের জল। সন্তান হারা বৃদ্ধা মাকে সান্তনা দিতে প্রায় প্রতিদিন গ্রামের বাড়িতে দলের নেতাকর্মীরা ছুটে আসলেও এখন আর আগের মত তাঁর গ্রামের বাড়িতে নেতাকর্মীদের নেই তেমন কোন আনাগোনা। নিখোঁজের রহস্য উদঘাটন না হওয়ায় উদ্বেগ-উৎকন্ঠা আর অজানা আশস্কায় রয়েছেন তাঁর নিজ উপজেলা বিশ্বনাথের মানুষ।
সন্তানকে হারিয়ে নির্বাক ইলিয়াস আলীর গর্ভধারিনী বৃদ্ধা মা সূর্যবান বিবি। তিনি পুত্র শোকে কাতর। অনেকটা শয্যাশায়ী অবস্থায় তিনি অপেক্ষার প্রহর গুণছেন পুত্রের জন্য। স্বামীর খোঁজে দিশেহারা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদি লুনা। পিতাকে ফিরে পাবার আশায় বুকে পাথর বেঁধে দিন যাপন করছে ইলিয়াসের পুত্র আবরার ইলিয়াস, লাবিব সারার ও মেয়ে সাইয়ারা নাওয়াল। পরিবারের একটাই দাবি তারা যে কোন মূল্যে ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনসার আলীকে অক্ষত এবং সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরে পেতে চান।
ব্যবসায়ী বাবুল মিয়া বলেন,দীর্ঘ দিন হলেও আজোও ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায়নি। প্রতিদিন টিভি’র সামনে একটি ব্রেকিং নিউজরে আশায় বসে থাকি।
কৃষক সুরুজ আলী বলেন, ইলিয়াসের কথা মনে হলে চোঁখ দিয়ে পানি আসে। তিরি ফিরে আসবেন এই আশায় বুক বেঁধে রয়েছি।
নিউজবাংলা/একে
Comments
comments