নিউজবাংলা: ১২ জুন, রোববার:
ঈশ্বরদী(পাবনা)সংবাদদাতা ॥
ঈশ্বরদীর পোষ্ট অফিসমোড়ে রোববার (১২ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩জনকে ১মাস করে জেল প্রদান করে।
আগের দিন রাত সাড়ে বারটার দিকে ফতেমোহাম্মদপুর রেলওয়ে হাসপাতাল মোড় এলাকার দর্জি দোকানের সামেন থেকে এএসআই রতন সন্দেহজনক ভাবে ৩জন পথচারীকে আটক করে থানায় নিয়ে আসে। পৃথকভাবে আটককৃত পুকুরের পাহারাদারের নিকট কোন কিছূর অস্তিত্ব পাওয়া না গেলেও তুলা মিলের ২ শ্রমিকের দেহ তল্লাশি করে তাদের নিকট তুলা কাটার চাকু উদ্ধার করে পুলিশ।
আটকের পরের দিন তাদের তিন জনকে মাদকাসক্ত অভিযোগে ১ মাসের করে জেল প্রদান করা হয়। যাদের জেল প্রদান করা হয় তারা হল-ইমরান(১৯)পিতা-ফরিয়াদ হোসেন, সাং-এমএস কলোনী ৩য় তলা,জুয়েল(২০),পিতা তাইজুল ইসলাম,সাং এমএস কলোনী ৩য় তলা এবং আবেদ পিতা আজিম উদ্দিন ,সাং নাজিম উদ্দিন স্কুল মোড় এলাকা। সাধারননের অভিযোগ বিনা অপরাধে তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments