নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: বিপিএলের নতুন আসরের দ্বিতীয় দিনে মিরপুরে ঘটে গেছে অবিশ্বাস্য সব ঘটনা। সিলেট সুপার স্টার্সের দুই বিদেশি ক্রিকেটারের এনওসি সময়মতো বিসিবির কাছে না পৌঁছানোয় তিন দফা পিছিয়েছে খেলা। একটা সময়ে শঙ্কা জেগেছিল ম্যাচই পণ্ড হয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত টান টান উত্তেজনাকর এক ম্যাচই হয়েছে মিরপুরে।
এই ঘটনায় সিলেটের ফ্রাঞ্চাইজির মালিক পক্ষের দায়ই বেশি, তবে সিলেট ও চিটাগংয়ের দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও তামিম ইকবালেরও ওপরও কি এই ঘটনার দায়ভার পড়ে না? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘এটার মিস কমিউনিকেশন সব দিক থেকেই হয়েছে। দায়িত্ব না থাকলে, এক হাতে আসলে তালি বাজে না। হয়তোবা কেউ দায়ি থাকলে উপরে যারা আছে তাদের খতিয়ে দেখা দরকার। তারা এটার ভালো উত্তর দিতে পারবেন এবং এটার ব্যাখা দিতে পারবেন। আমাকে এটা জিজ্ঞেস করে লাভ নেই।’
তবে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের খেলতে রাজি হওয়া ও দুর্দান্ত একটা ম্যাচ হওয়াকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মুশফিক, ‘শেষ পর্যন্ত আমরা দুটি দলই সবকিছু ভুলে গিয়ে এমন ভাবে রেসপন্স করেছি, তাতে এটা প্রমাণিত হয়েছে যাই হোক না কেন, মাঠের খেলায় আমরা সবাই প্রফেশনাল।সেদিক থেকে বলবো আমরা আমাদের কাজ করেছি। ম্যাচটা আমার মনে হয় সবাই উপভোগ করেছে। শেষ বলে গিয়ে রেজাল্ট হয়েছে।’
নিউজবাংলা/একে
Comments
comments