Breaking News
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী
  • ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • বরগুনার বামনায় জলবায়ূ পরিবর্তন বিরোধি মানববন্ধন

কলাপাড়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:

মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

বাংলাদেশের ক্ষুদ্র চাষীদের সমস্য উত্তরনে কৃষি সম্পর্কিত কৌশলকে উৎসাহিত করন ২য় পর্যায় প্রকল্পের উদ্যোগে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ’র (রিইব) আয়োজনে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে এলেমপুর গ্রামের মোশারফ মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে দিবসে রিইবএর প্রকল্প পরিচালক সুরাইয়া বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী, এমবি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. ফজলুর রহমান, সমাজ সেবক শামিম খলিফা, রিইব গবেষনা সহকারী শফিকুল ইসলাম, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, গন গবেষনা দলের দলনেতা মো. মোশারফ হোসেন, মো. আলী আহমেদ, মো. মোয়াজ্জেম হোসেন প্রমূখ। কৃষকরা তাদের বক্তব্যে বলেন, রিইব এর মাধ্যমে আমরা জানতে পেরেছি বীজ ও সারের ভেজাল। তাই আমরা জমিতে জৈব সার ব্যবহার করবো এবং কীট নাশক বর্জন করবো। এছাড়া আমরা কৃষকরা একটি বীজ ব্যাংক করেছি। এজন্য এই মৌসুমে আমরা ১২ জন কৃষক দুই বিঘা জমিতে ব্রি-২৩ ও ৪৯ ধানের চাষ করেছি। এই জমির সম্পূর্ন ধান আমরা বীজ হিসেবে রাখবো। এই বীজ দিয়ে আগামী মৌসুমে নিজেদের প্রয়োজন মিটিয়ে পরশিদের কাছে বিক্রি করবো। এখন আর আমাদের বীজ ধানের জন্য কারো কাছে ধর্না দিতে হবে না। এছাড়া রবি মৌসুমে বিভিন্ন সবজির চাষ করে তার বীজ ও সংরক্ষন করা হবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। প্রসঙ্গত রিইব ২০১৪ সালে উপজেলার এলেমপুর গ্রামে ১০ জন কৃষকের সমন্বয়ে একটি গন গবেষনা দল গঠন করে। কৃষকদের নিজেদের সমস্যা নিজেরা চিহ্নিত করে, নিজস্ব উদ্যেগে সমাধান করা ছিল এই দলের লক্ষ। তারা দলগত ভাবে এলাকার স্লুইজ গেট সংস্কার লবনাক্তের সমস্যা সমাধান করা ছাড়াও একটি বীজ ব্যাংক ও জৈব কৃষির চর্চ্চা শুরূ করেছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: কুয়াকাটায় ঘরবাড়ী ভেংগে বসতভিটা থেকে উচ্ছেদ করে জমি দখল
Next: বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভ থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলার কার্যক্রম ঝুঁকিপূর্ণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*