নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
মো.ইমরান, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
রাস পূর্নিমা ও রাস মেলা শান্তিপূর্ন পরিবেশে উদ্যাপন উপলক্ষে রোববার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন সভাকক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, সহকারী পুলিশ সুপার মো. মাইনুল হাসান, কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, কুয়াকাটা রাস উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া মদন মোহন সেবাশ্রমের সভাপতি বিপুল হাওলাদার, ধুলাসার ইউপি চেয়ারম্যান কেএম খালেকুজ্জামান প্রমূখ। সভায় রাস পূর্নিমা ও মেলা শান্তিপূর্ন ভাবে উদ্যাপনের লক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। উল্লেখ্য আগামী ২৪ নভেম্বর থেকে কুয়াকটায় তিন দিন ও কলাপাড়ায় ৫দিন ব্যাপী রাস পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সূর্যোদয়ের আগে কুয়াকাটা সৈকতে হবে পূর্ন স্নান।
নিউজবাংলা/একে
Comments
comments