Breaking News
  • হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

কলাপাড়ায় ২৫ নভেম্ববর শুরূ হবে হিন্দু ধর্মাবলম্বীদের রাস মেলা ও গঙ্গাস্নান

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

মো.ইমরান, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় আগামী ২৫ নভেম্বর শুরূ হবে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের রাস উৎসব ও গঙ্গাস্নান।

আগত পূন্যার্থী ও দর্শনার্থীদের বরন করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাস মেলা ও গঙ্গা¯œানকে ঘিরে কলাপাড়া ও কুয়াকাটাকে সাজানো হয়েছে নতুন সাজে। লোকনাথ পঞ্জিকা মতে পুর্ণিমা শুরূ হবে বুধবার সকাল ৬ টা থেকে ছড়ে যাবে বুধবার দিনগত রাত ৪ টায়। এ হিসাবে সমুদ্র স্নান বুধবার সকালে হবে বলে শ্রীশ্রী মদন মোহন সেবাশ্রমের পুরহিত পরিমল চন্দ্র দাস জানিয়েছেন।

স্থানীয় সনাতন ধর্মালম্বীদের সূত্রে জানা গেছে, শ্রীকৃষ্ণ ও রাধারানী এ ধরাধামে দাপরযুগে মানবকুল শান্তির অমিয়বানী প্রচারে নেমেছিল। তাদের সেই ম্মৃতি ধরে রাখতে কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদন মোহন সেবা আশ্রম আঙ্গীনায় যুগ যুগ ধরে রাস উৎসব পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর ৫ দিন ব্যাপী রাস উৎসব পালন করার লক্ষে পুরোদমে কাজ চলছে। রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা রং তুলির আচঁরে সাজিয়ে তোলা হচ্ছে। মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলের ভাসমান দোকানিরা আসতে শুরূ করেছে। এ বছর রাস মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আয়োজনকারীরা জানান।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গঙ্গাস্নান ও রাসমেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হবে। যে কোন নাশকতা রোধে পুলিশের পাশাপাশি আনসার বিডিভি, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য কাজ করবে। আগতদের স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসানো হবে।

কলাপাড়া রাস উদ্যাপন কমিটির আহবায়ক হীরা হাওলাদার স্বপন জানান, ২৪ নভেম্বর মঙ্গলবার অধিবাসের মধ্যদিয়ে রাস উৎসবের শুভ সুচনা হবে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশনের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মো.জিয়াউর রহমান জানান, আগত দর্শনার্থী ও পূন্যার্থীদের বরণ করতে তাদের হোটেল প্রস্তুত রাখা হয়েছে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর ফসিঁউর রহমান জানান, গঙ্গাস্নান ও মেলায় আগত পূণ্যার্থীদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্নয় একটি নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, কলাপাড়া ও কুয়াকাটা রাস উৎসব পালনের জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যাবস্থা করা হবে।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: সৌদিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নামছে
Next: দেশে ফিরেছেন খালেদা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*