নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:
মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
ঘরবাড়ী ভেংগে অন্যের জমি দখলে নিলেন উজিরপুরের মোস্তাফিজুর রহমান বাবুল। ফিল্মি স্টাইলে অস্রে সজ্জিত হয়ে প্রায় দুই শতাধিক লোক নিয়ে নারকীয় তান্ডব চালান কুয়াকাটার বাসিন্দা আইউব আলী খানের বসত বাড়ীতে।
হামলা চালিয়ে বাড়ী থেকে উচ্ছেদ করে বাউন্ডারি ওয়াল নির্মান করে দখলে নেন তার পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি। আর সন্ত্রাসী এ হামলায় পুরো সহযোগিতা করেন কুয়াকাটারই বাসিন্দা ইসমাইল খান আর তার পুত্ররা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায়।
স্থানীয় আর হামলার শিকার আইউব আলী খান সূত্রে জানা যায়, কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির নিষেধাজ্ঞা উপেক্ষা করে হামলা চালিয়ে বিবাদীয় জমি দখলে নিলেন মোস্তাফিজুর রহমান বাবুল। শুধু তাই নয় হামলার সময় দেশীয় ও অগ্নেঅ¯্ররে মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। ভেংগে ফেলা হয়েছে বসতভিটার বাউন্ডারি ওয়ালসহ ঘরবাড়ী, অসবাবপত্র। তাৎক্ষনিকভাবে নতুন বাউন্ডারি ওয়াল নির্মান করে দখল নেয়া হয়েছে বসতভিটা। রাতদিন শ্রমিক নিয়োগ করে নির্মান করা হচ্ছে নতুন স্থাপনা।
হামলার শিকার আইউব আলী খান জানান, তার পৈত্রিক সম্পত্তি এবং পাশের ক্রয়কৃত জমিতে দীর্ঘ বছর ধরে বাড়ীঘর তৈরি করে বসবাস করে আসছিলেন। একই খতিয়ানের পাশের দাগের মালিক ইসমাইল খানের অংশ থেকে মোস্তাফিজুর রহমান বাবুল সাড়ে ষোল শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমির সঠিক বুঝ না পেয়ে আইউব আলী খানের বাড়ীর সীমানায় তার জমি আছে দাবী করে সীমানা নির্ধারনের জন্য কুয়াকাটা পৌরসভা সহ থানায় কয়েকবার আভিযোগ দাখিল করেন। সাত দফা সীমানা নির্ধারনের জটিলতা শেষে আপোষ মিমাংসার পর বাউন্ডারীওয়াল নির্মান করেন। কিন্তু বাবুল তার পুরো জমি বুঝ জবর দখল করার জন্য প্রাননাশের হুমকিসহ বিভিন্ন ধরনের পায়তারা চালাতে থাকেন। আইউব আলী খান নিরূপায় হয়ে ৯জনকে আসামী করে কলাপাড়া উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বিবাদীয় জমিতে শাস্তি শৃঙ্খলা ভংগের আশংকায় কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ি সকল ধরনের স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বাবুল এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইসমাইল খানের সহযোগিতায় প্রায় দেড়’শ লোক নিয়ে ফিল্মি স্টাইলে আইউব আলী খানের বসতভিটায় হামলা চালায়। এসময় আইউব খানসহ বাড়ীর সকল সদস্যকে অ¯্রমুখে জিম্মি করে ঘরবাড়ীসহ বাউন্ডারী ওয়াল ভেংগে ফেলা হয়। জমি নিজের দখল নিতে বাবুল নতুন করে তৈরি করেন বাউন্ডারীওয়াল। শত শত মানুষের চোখের সামনে চলে এ ভয়াবহ তান্ডব।
এসময় সন্ত্রাসীরা বাড়ীর সকল মালামাল ভেংগে ফেলে। বরিশালের উজিরপুরের বাসিন্দা বাবুলের এ সন্ত্রাসী তান্ডবে হতবাক স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রাকিবুল জানান, আইউব আলী খান তার মালিকাধীণন জমিতে বসবাস করছেন। আমরা জানতাম মোস্তাফিজুর রহমান বাবুল একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। কিন্তু তিনি কত বড় সন্ত্রাসী তার প্রমান দিলেন ভাংচুর করে অন্যের জমি দখলে নিয়ে। সে এক অমানবিক দৃশ্য।
এ ব্যাপারে মেস্তাফিজুর রহমান বাবুলের মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইসমাইল খানের কাছ থেকে জমি ক্রয়ের পর আইউব খান তার বোনের কাছ থেকে একটি দলিল নিয়েছেন।
নিউজবাংলা/একে
Comments
comments