নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
ঢাকা: টানা দুই মাসের অধিক সময় অর্থাৎ ৬৮ দিন পর মঙ্গলবার রাতে গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলামেইলকে জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে এসেছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসময় খালেদা জিয়াকে স্বাগত জানান।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন চলে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২১ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন।
নিউজবাংলা/একে
Comments
comments