Breaking News
  • যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ক্লিনিকে গুলি: নিহত ৩,আহত ১১
  • আমেরিকার চেয়েও বেশি নিরাপদ বাংলাদেশ: মেনন
  • নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের শিয়া সম্প্রদায়
  • চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ: এলাকায় ব্যাপক উত্তেজনা
  • ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম এয়াকুব নগর গ্রামের ছগীর আহমদের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বাংলাামেইলকে বলেন, ‘রাত ৯টার দিকে আবুল কাশেমকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’
সীতাকুণ্ড মডেল থানার এএসপি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে সাতটার পর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন আবুল কাশেম। এসময় বটতল এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত র্দুবৃত্তদের উপর্যুপরি ধারলো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে, কে বা কারা তাকে খুন করেছে, সে ব্যাপারে এখনো বিস্তারিত জনা যায়নি বললেন এএসপি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মালির রেডিসন ব্লু হোটেলে অভিযান শেষে উদ্ধার সকল জিম্মি, নিহত ২৭
Next: নৃত্যে আর আতশবাজিতর জমকালো অনুষ্ঠানে বিপিএল উদ্বোধন মাতালেন হৃত্বিক, জ্যাকুলিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*