Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

চাঁদপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

চাঁদপুর:  চাঁদপুরের হাজীগঞ্জে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে।

নিহত প্রেমিক যুগল হলো- নবীর হোসেন (১৮) ও রেহানা আক্তার (১৬)।

মঙ্গলবার রাতে পৃথকভাবে ছেলের বাড়ি থেকে ছেলের লাশ এবং মেয়ের বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শাহ আলম নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল হামিদের ছেলে নবীর হোসেন (১৮) ও পাশ্ববর্তী বাড়ির আজিজ উল্লাহর মেয়ে রেহানা আক্তারের (১৬) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে শুরু থেকে মেয়ের পরিবার উভয়ের সম্পর্কের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়।

উভয়ের পরিবারের বাঁধার কারণে গত মঙ্গলবার দিনের কোন এক সময় ভূইয়া বাড়ির পাশের একটি খোলা মাঠে নবীর ও রেহানা বিষপান করে। তাৎক্ষণিক বিষপানের বিষয়টি অন্যরা দেখে ফেললে ছেলে-মেয়ে উভয়কে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে উভয়ে মারা যায়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ছেলের লাশ আর মেয়ের বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি। লাশ দুটির ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২শ’ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, ছেলে মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিলো বলে আমি শুনেছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। কোন পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: যুদ্ধাপরাধের বিচার : প্রধানমন্ত্রীকে ‘দ্যা হিন্দু’ পত্রিকার পরামর্শ
Next: মানিকগঞ্জে চলন্ত বাসে জমজ কন্যা প্রসব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*