নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাগল দিয়ে জমির কালাই খাওয়ানোকে কেন্দ্র করে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের সিংড়াকান্দী গ্রামের কেরামত আলীর ছেলে নুরুল হক ওরফে নুরুর সাথে ভাতিজা বাদলে বিরোধ সৃুষ্টি হয়। তারই জের ধরে বাদল তার পিতা আজিজুল হককে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ভায়ালক্ষিপুর ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে কৃষি বিষয়ে তথ্য জানতে গেলে সংবাদ পেয়ে নুরুর ছেলে সাঈদ জলিলের ছেলে শরিফ ও জামাই আলমগীর লোহার রড ও বাশের লাঠি নিয়ে তথ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করে অতর্কিত ভাবে বাদল ও তার পিতা আজিজুলকে মারপিট করতে থাকে। এক পর্যাযে বাদল ও তার পিতা আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়লে সাঈদ তার দলবল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাদল ও বাদলের পিতা আজিজুল হককে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিউজবাংলা/একে
Comments
comments