নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
ইসাহাক আলী শেখ, চারঘাট(রাজশাহী)প্রতিনিধি:
চারঘাট-বানেশ্বর সড়কে হয়ে রাজশাহী শহরর দুরত্ব প্রায় ৩৫ কিলো মিটার। কিন্তু এ রাস্তাটির সংযোগ সড়ক মোক্তারপুর হয়ে ইউসুফফুর ভায়া গোবিন্দপুর চৌমহনী হয়ে রাজশাহী মহা নগরীর দুরুত্ব মাত্র ২৩ থেকে ২৫ কিলো মিটার।
প্রায় ১০ কিলো মিটার কম রাস্তা হওয়ায় এ রাস্তাটি দিয়ে প্রতি দিনই হাজার হাজার ছোট বড় যানবাহন চলছে প্রতি নিয়তই। অতি গুরুত্বর্পুন এ রাস্তাটি বর্তমানে জনসাধারনের চলাচলে সম্পুর্ন রুপে অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ২৫ কিলো মিটার রাস্তার ২০ কিলো মিটার রাস্তার পিচ উঠে গিয়ে সৃুষ্টি হয়েছে বড় বড় গর্তের। এখন ওই সব গর্ত মানুষের জন্য মরন ফাদে পরিনত হয়েছে। রাস্তায় চলতে গিয়ে প্রতি নিয়তই ঘটছে দুর্ঘটনা। এতে করে রাস্তাটি দিয় চলাচল চরম বেকায়দায় পড়েছেন চলাচল কারী জনসাধারন। দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এবং অপরিকল্পিত ভাবে রাস্তাটি তৈরী হওয়ায় রাস্তাটি এই করুন দশা বলে মনে করেন রাস্তাটির আশে পাশের গ্রামের বাসিন্দারা। গতকাল সকালে ওই রাস্তাটি সরজমিনে দেখতে এ প্রতিবেদক গেলে তাকে ঘিরে ধরেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ বিভিণœ সময় নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা এ রাস্তাটি সংস্কার করে দেবেন বলে ঘোষনা দিলেও রাস্তাটির এই বেহাল দশা তাদের চোখে পড়ে না। নির্বাচনে জয়ের পর তারা ভুলে যান এ রাস্তাটি দিয়ে প্রতি দিন হাজার হাজার লোকের যাতায়াত। তাই দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি মেরামত করে জনসাধারনের চলাচল উপযোগী হিসেবে ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যশা এলাকাবাসীর। একটি সুত্র জানায়, ১৯৯১-৯৬ বিএনপি সরকারের সময় এ রাস্তাটি নির্মান করা হয়। এরপর ২০১১-১২ অর্থ বছরে একটিবার রাস্তাটি সংস্কার কাজ হলেও কিছুদিন যেতে না যেতেই রাস্তাটি ভেঙ্গে চুরে তচনছ হয়ে পড়ে। ফরে রাস্তাটির পুরোটি জায়গায় সৃষ্টি হয় বড় বড় গর্তের। আর এতে করে মানুষ চলতে গিয়ে বার বারই হোচট খাচ্ছেন। রাস্তাটি দিয়ে যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে রুগী হিসেবে ভর্তিও হতে হচ্ছে চলাচল কারী যাত্রীদের। বিশেষ করে রাত্রী বেলায় চতে গিয়ে ঘটছে বেশী দুর্ঘটনা। আর এতে বড় ধরনের সম্যসায় পড়েছেন অসুস্থ লোকজন। অসুস্থ রোগীদের নিয়ে মেডিকেলে যেতে আরো বেশী অসুস্থ্য হয়ে পড়ছেন। এ ব্যাপারে ইউসুফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন বলেন, ইউসুফপুর থেকে রাজশাহী মহানগরীর প্রায় ২৫ কিলো মিটার রাস্তার ২০ কিলো মিটার রাস্তায় ভেঙ্গে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বর্তমানে এ রাস্তাটি দিয়ে জনসাধারনের চলাচল একিবারেই অসম্ভব হয়ে দাড়িয়েছে। প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তাটি এটি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। তিনি বলেন, রাস্তাটি গত ৯১-৯৬ সালে এ রাস্তাটি নির্মান করা হয়েছে। এরপর একবার সংস্কার কাজ হলেও কিছুদিন যেতে া যেতেই পিচ উঠে গিয়ে আবারো সৃষ্টি হয়েছে গর্তের। পুরো রাস্তাটির কোথাও পিচ উঠতে বাকী নেই দাবী করে রবিন বলেন, মন্ত্রীর নির্বাচনী এলাকায় এম রাস্তার বেহাল দশা এটা ভাবতেই অবাক লাগে। তিনি বলেন, এমনিতেই ইউসুফপুর ইউনিয়নটি অবহেলিত। অত্র ইউনিয়নের একটি সাইড নদ গর্ভে বিলিন হয়ে গেছে। তার উপর রাস্তা-ঘাটের এমন দুর্দশায় এলাকায় মুখ দেখানো দায় হগয়ে পড়েছে। সব মিলিয়ে তিনিও চান রাস্তাটি দ্রুত সংস্কার করে রাস্তাটি মানুষের চলাচল উপযোগী হিসেবে গড়ে তুলতে। তাই চারঘাট-বাঘার সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের সুদৃষ্টি কামনা করেছেন ইউসিুফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন ।
নিউজবাংলা/একে
Comments
comments