নিউজবাংলা: ২০ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: চীনের জিনজিয়াং প্রদেশে পুলিশের গুলিতে একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ ২৮ জন নিহত হয়েছে। ওই অঞ্চলটিতে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বাস করে।
শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে একথা জানিয়েছে। জিনজিয়াংয়ের আঞ্চলিক সরকারের তিয়ানশান ওয়েব পোর্টাল জানায়, সেপ্টেম্বরে আকসুর একটি কয়লাখনির আশপাশের এলাকায় ভয়াবহ এক হামলায় ১৬ জন নিহত হওয়ার পর ৫৬ দিন ধরে হামলাকারীদের তল্লাশী চালানোর পর পুলিশ এই ২৮ জঙ্গিকে হত্যা করে। এক হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
– বাসস
নিউজবাংলা/একে
Comments
comments