নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: সম্প্রতি সিরিয়ার সীমান্তে রাশিয়ার একটি বিমানকে ভূপাতিত করেছে তুরস্ক। ওই বিমানটি যে রাশিয়ার ছিল তা জানত না বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।
কিন্তু তাদের এই দাবি নাকচ করে দিয়েছে মস্কো।
মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল তুর্কি সামরিক বাহিনী। ওই যুদ্ধবিমানটি সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে অংশ নিয়েছিল।
তুরস্কের জানিয়েছে, যুদ্ধবিমানটি সতর্ক করা সত্ত্বেও তাদের আকাশসীমা লঙ্ঘন করছিল। সতর্কতা না মানায় যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভেঙ্গে গেছে। সম্প্রতি রাশিয়া জানিয়েছে, তারা তুরস্ককে আর কোনো সামরিক সহযোগিতা করবে না।
তুরস্কের দাবি নাকচ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার বিমান সহজেই শনাক্তযোগ্য। তুরস্ক ইচ্ছাকৃতভাবেই তাদের বিমানে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন তিনি।
নিউজবাংলা/একে
Comments
comments