নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
ঝিনাইদহ : ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন্ গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪ জন, শৈলকূপা উপজেলায় ৭ জন, মহেশপুরে ৪ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ১, কালীগঞ্জ উপজেলায় ২ ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জনকে আটক করা হয়। ঝিনাইদহ ডিএসবি কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে এদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে জামায়াত বা বিএনপির কোন নেতাকর্মী নেই বলে সূত্রটি জানায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে।
নিউজবাংলা/একে
Comments
comments