নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঝিনাইদহ প্রতিনিধি:
“নতুন ধানের চিড়া দিব-নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেধেছি-পড়শিরা সব কই ” এই স্লোগান কে সামনে রেখে রবিবার সন্ধ্যা ৬টায় ১লা অগ্রহায়ন ১৪২২ (১৫ নভেম্বর) ঝিনাইদহ পায়রা চত্তরে এই প্রথম বারের মত বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে নবান্ন উৎসব।
এই উৎসব ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপি চলবে ।
প্রথম দিন এই অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন ও নাট্যভিনেতা অনন্ত হীরা । অনুষ্ঠানে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি রুপালী পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইদুর করিম মিন্টু ,জেলা নাট্য সমন্ময় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস ও সাংস্কৃতিক জোটের নেত্রীবৃন্দ। আগামী ৩ রা অগ্রহায়ন ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পৌর মেয়র সাইদুর করিম মিন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঝিনাইদহ জেলার সভাপতি একরামুল হক লিকু সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, ঝিনাইদহ ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম । সভাপতিত্ব করবেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আজীবন সদস্য ইসলামী বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যপক তপন রায়।
বক্ত্যা গন বলেন নবান্ন শব্দের অর্থ অন্ন। নবান্ন হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব ।বার মাসে তের পার্বণ । আমাদের দেশ উৎসবের দেশ । দেশের প্রচালিত উৎসব গুলির মধ্যে নবান্ন উৎসব অন্যতম। অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।
নিউজবাংলা/একে
Comments
comments