Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ৮টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ৮টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে । নতুন আইন ও আচরণবিধি মেনে ভোট গ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ৮টি পৌসভায় র্নিবাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর, গোপালপুর ও কালিহাতী। ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে এসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে বিধায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দিকে ঘাটাইল, বাসাইল ও এলেঙ্গা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ার কারনে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবেনা।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মোবাইল পানিতে ভিজে গেলে রক্ষার কিছু সহজ উপায়!
Next: মেসি-সুয়ারেজের জোড়া গোলে উড়ে গেল রোমা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*