নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ৮টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে । নতুন আইন ও আচরণবিধি মেনে ভোট গ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।
জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ৮টি পৌসভায় র্নিবাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর, গোপালপুর ও কালিহাতী। ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে এসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে বিধায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দিকে ঘাটাইল, বাসাইল ও এলেঙ্গা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ার কারনে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবেনা।
নিউজবাংলা/একে
Comments
comments